রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত একজন হলেন সিরাজুল ইসলাম (৪৫) এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনের রাস্তায় বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম নামের একজন বাসের কন্ডাক্টর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক মোহাম্মদ ওয়াসিম জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান তিনি।
তিনি আরও জানান, সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। পরিবার নিয়ে গাজীপুর বোর্ড বাজার এলাকায় থাকতেন তিনি।
অপরদিকে, হাজারীবাগে বেড়িবাধঁ এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি গুরুতর আহত অবসহায় রাস্তার পাশে পড়ে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) রনজিৎ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিৎ জানান, তার পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরএ/