কামরাঙ্গীরচরে একই বাসায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে একই বাসায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বুধবার (২৫ মে) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-মিরাজ (২০) ও রুবেল (২১)।
এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ হাসপাতালে জানান, আজ সকাল ১০টার দিকে তারা শুনতে পান ওই বাড়িটির দ্বিতীয় তলায় দুই যুবক মারা গেছেন। তারা সেখানে গিয়ে দুজনকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। দুজনের মধ্যে মিরাজ জীবিত আছে ভেবে তারা পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন।
এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে রুবেল নামে এক যুবক অনেক আগেই মারা গেছে। তবে মিরাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজের দূর সম্পর্কের মামা আয়নাল হাওলাদার জানান, মিরাজের বাবার নাম আবুল কালাম। তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকত সে। এলাকাতে একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন তিনি। মঙ্গলবার (২৪ মে) তার বাবা-মা গ্রামের বাড়িতে গিয়েছিল। সে বাসায় একাই ছিল। তবে রুবেল নামে ওই যুবকের বিষয়ে কিছুই জানা যায়নি।
এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কয়লার ঘাট এলাকায় একটি রুমে দুইজন থাকত। তারা সম্পর্কে কী হয় এখনো জানা যায়নি। এদের মধ্যে একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরেকজনকে হাসপাতালে পাঠানোর পর সেখানে মারা গেছে। তবে ধারণা করা হচ্ছে, দুজনই রাতে বিষাক্ত কিছু খেয়েছে। কারণ ওই রুমের মধ্যে বমির চিহ্ন পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এসআইএইচ