টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (মে ২২) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানছুরা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসির বটতলার দিকে আড্ডা দিচ্ছিলেন। এখানে ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত আড্ডা দেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা পায়রা চত্বরের দিকে ছিলেন। হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করে। ছাত্রদলের কয়েকজন ঢাবি সাংবাদিক সমিতির দিকে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলার শিকার হয় তারা। হামলার পর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, স্ট্যাম্প নিয়ে টিএসসিতে জড়ো হন।
হামলার বিষয়ে ছাত্রদল নেত্রী মানছুরা আক্তার বলেন, টিএসসিতে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। আমাকেও মারধর করে তারা।
এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের ৭/৮ জন নেতাকর্মী আহত হয়। সবচেয়ে গুরুতর আহত আতিক মোর্শেদ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেবো।
এএজেড