যশোরে ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধকে ঢামেকে ভর্তি
সত্তরোর্ধ্ব বৃদ্ধ শাহজালাল। পাঁচদিন ধরে পড়েছিলেন যশোর শহরের রেলগেট এলাকায় সড়কের পাশের ফুটপাতে। শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে।
পরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তত্ত্বাবধায়নে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে পুনাক সভানেত্রী ওই বৃদ্ধকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। পুনাক সভানেত্রী বৃদ্ধের জন্য কম্বল, পোশাক, মিষ্টি, খাবার, ফলমূল নিয়ে যান।
এ সময় পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, আজ হাসপাতালে যাকে দেখতে এসেছি তার নাম শাহজালাল। তার শরীরে পচন ধরেছিল। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি কথা বলতে পারতেন না। এখন তার অবস্থা অনেকটা ভালো। তিনি এজন্য যশোর জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুলিশ সদর দপ্তর জানায়, পুনাক সভানেত্রীর উদ্যোগে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তার খাওয়া ও দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে। এখন তিনি অনেকটাই ভালো, খেতে পারেন নিজ হাতে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানায় পুনাক।
এনএইচ/এমএমএ/