চাঁদাবাজির অপরাধে আশুলিয়ায় গ্রেপ্তার ১০
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় আশুলিয়ায় ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে বলে জানায় র্যাব-৪। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে র্যাব-৪ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ রানা (৪০), ইকবাল হোসেন রতন (৪২), মো. বিপ্লব (৩০), মো. পান্নু হাওলদার (৩৪), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. আলম মোল্লা (৩৭), মো. আব্দুল্লাহ আল হেলাল (২০), মো. শাহাদত হোসেন (৩০), মো. সঞ্চয় (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, তারা ওই এলাকার পেশাদার চাঁদাবাজ। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত আশুলিয়ার নবীনগরে বিভিন্ন দোকান থেকে ১০০/২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি ও দোকান উঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল।
সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-৪।
এনএইচ/টিটি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)