শাহআলী থেকে অনিবন্ধিত সেলফোন জব্দ, গ্রেপ্তার ৬
পার্শ্ববর্তীদেশ সহ বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে অনিবন্ধিত সেলফোন দেশে আনা হচ্ছে। পরে এসব সেলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বিভিন্ন বিপনী বিতানে বিক্রি করা হচ্ছে। সরকারের ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে এমন অনিবন্ধিত সেলফোন কেনা-বেচা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র্যাব।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ভোর রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
র্যাব জানায়, শাহআলী থানা এলাকায় সরকারের ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অনিবন্ধিত ও চোরাই মোবাইল কেনা-বেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিটিআরসি প্রতিনিধিসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি অনিবন্ধিত মোবাইল ফোন, ৪০টি পিসিবি, ২৭৫টি মোবাইল চার্জার, ৪০টি ব্যাটারি এবং নগদ ১ লাখ ৭২ হাজার ৮০ টাকাসহ ছয়জন চোরাই চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক মাহমুদ আজাদ, মাহমুদুল হাসান, মো. সুমন, জাকির হোসেন, তুষার এবং রাজীব বেপারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) মোজাম্মেল হক জানান, এই চক্রটি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে সেলফোন দেশে নিয়ে আসে। যদিও তাদের সেলফোন আমদানি করার কোনো বৈধ লাইসেন্স নাই। লাইসেন্স না থাকা সত্বেও তারা সরকারের নির্ধারিত ট্যাক্স ফাঁকি দিয়ে উক্ত মোবাইল গুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বিভিন্ন জনসাধারণের কাছে বিক্রয় করে আসছিল।
এনএইচ/এসআইএইচ/