অরক্ষিত রেলক্রসিং-এ ট্রেন মাইক্রোবাস সংঘর্ষ, মা ছেলে নিহত
প্রতীকী, ফাইল ছবি
রাজধানীর উত্তরার একটি অরক্ষিত রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গিয়ে দুজন আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর দক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ। গাড়ীটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। তিনিসহ আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণখানের ওই রেলক্রসিং-এ সব সময় দুজন গেইটম্যান দায়িত্ব পালন করেন। কিন্তু ভোরে তাদের কেউ ছিলেন না। ফলে রেলক্রসিং-এর গেইট খোলা পেয়ে সেখানে উঠে পরে গাড়িটি। এ সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে।
রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. রফিক জানান, ভোরে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এনএইচ/এএন