‘পরিকল্পনা ছাড়া প্রজেক্টভিত্তিক কাজের কারণে রাজধানীতে যানজট’

ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, পরিকল্পনা ছাড়া প্রজেক্টভিত্তিক কাজ করতে গিয়ে রাজধানীতে যানজটের মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন একদিনের বিষয় না।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর গুলশানস্থ বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দেশের অন্যতম বৃহত্তর ক্ষুদ্রঋণ অর্থায়নকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে গিয়ে এলিভেটেড হাইওয়ে একপ্রেস বা মেট্রোরেলের নিচে যে পিলারগুলো রয়েছে সেগুলোও যানজট সৃষ্টির অন্যতম কারণ।
এ সময় যানজট নিরসনে প্রাকৃতিক পথ বিশেষ করে নদী পথের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার ব্যাপারে জোর দেন মেয়র আতিক।
দিনব্যাপী এ অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের কর্মী ও সদস্যদের নিয়ে আয়োজিত শক্তির সদস্য ও তাদের তৈরি সামগ্রী প্রদর্শনী ও বিক্রি করা হয়। এ ছাড়া শক্তি স্বাস্থ্যক্যাম্প এবং আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিন, মাইক্রো ক্রেডিট অথোরিটির ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ, শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মাহবুবা আক্তার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ প্রমুখ।
আরএ/
