রাজধানীতে ব্যবসায়ী নিখোঁজ

রাজধানীর গুলিস্তানের খদ্দর মার্কেট থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি (৪৯) হারিয়ে গেছেন। তাঁর পিতার নাম মৃত-মহিউদ্দিন। তিনি পশ্চিম রায়েবাগের একটি বাসায় থাকতেন।
হারানো ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইব্রাহিম পল্টন থানাকে জানিয়েছেন, গত ২৩ মার্চ অনুমানিক বিকাল ৫টায় গুলিস্তানের খদ্দর মার্কেট থেকে তার ভাই নিখোঁজ হন।
নিখোঁজ ইসমাইল হোসেন গুলিস্তান খদ্দর মার্কেটের ৫ম তলায় মোবাইল এক্সসেসরিজের ব্যবসা করতেন। এ সংক্রান্তে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নম্বর- ১৬৩৩।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হারানো ইসমাইলের সন্ধান জেনে থাকলে পল্টন থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ তবিবুর রহমান (০১৭২১২৩৫৭৩০), ডিউটি অফিসার (০১৩২০০৪০১৩৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০০৪০১৩২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কেএম/এসআইএইচ
