আশুলিয়ার বাইপাইলে হেরোইনসহ আটক ১

ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে হেরোইনসহ আকরাম আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩১ মার্চ) র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩০ মার্চ) র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোবাইল জব্দ করা হয়।
জানতে চাইলে র্যাব-৪ এর এএসপি শামীম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকরাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করতেন আকরাম। এরপর সেগুলো ঢাকা জেলার আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে কিক্রি করে আসছিল। অবশেষে তাকে গোয়েন্দা জালে ধরা পড়তে হলো।
আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/
