নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দীরের সামনে রাস্তা অবরোধ করে এ আন্দোলনে নামেন টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা।
এ সময় রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ৭ দফা দাবি পেশ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দ্রুত বিচার ট্রাইবুনালে সকল সড়ক হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে সকল ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং যথাস্থানে ফুটওভারব্রিজ অথবা জেব্রাক্রসিং অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা নির্মাণ করা, ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও সকল অবৈধ যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করা, চালকের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা সুনিশ্চিত করা, ’সড়ক পরিবহন আইন-২০১৮’র অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করা এবং শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করতে হবে ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক মা সাবিনা ইয়াসমিন।
কেএম/এসআইএইচ
