ঢাকা কলেজ-টিটিসি শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
নিউ মার্কেট থানা সূত্রে জানা গেছে আহত ওই পুলিশ কর্মকর্তার নাম (ওসি তদন্ত) ইয়ামিন কবির। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ মার্চ) রাত ৮টার পর থেকে রাত ১১ টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে গোলা গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন-মো.কায়েস (২৩), জসিম উদ্দিন (২৩), মোহাম্মদ সুৃৃজন (২৪), খোকন (২৩), রুবেল (২৪), মামুন (২৩), শিহাব (২২), কবির হোসেন সুজন (২২), সুরুজ (২৪), রাসেল (২৩), মেহেদী (২৪), মাসুদ (২৩), জহিরুল (২৪), নিয়ন (২৩) ও মামুনুর রশিদ (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫ জন ছাত্র আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন।
তাদের কয়েক জনের হাতে ও পায়ে আঘাত রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর না।
তিনি আরও জানান, আহতরা কোন কলেজের ছাত্র এটা এখনো জানা যায়নি। সংঘর্ষের বিষয়ে কথা বলতে গেলে আহতদের কেউ কথা বলতে রাজি হননি।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলা গুলির শব্দ পাওয়া গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কত জন আহত হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছিনা।
জানতে চাইলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আমাদের ওসি তদন্ত আহত হয়েছে বলে জানতে পেরেছি।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে। সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।
কেএম/এএস
