ঢাকা কলেজ ও টিটিসি’র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর পাওয়া যায়।
ঘটনাস্থলে ওসি স ম কাইয়ুম রয়েছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রাস্তায় যান চলাচল বন্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সংঘর্ষ চলছিল।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে।
জানতে চাইলে নিউমার্কেটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে। সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।
কেএম/এএইচ/এমএমএ/এএস
