ডিএসসিসির অভিযানে রাজনৈতিক দলের কার্যালয় উচ্ছেদ

রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে একটি রাজনৈতিক দলের কার্যালয় উচ্ছেদ করেছে। এ ছাড়া ৮ বছর ধরে দখল হয়ে থাকা সূত্রাপুরের মাইশা খালের জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ফকিরাপুলের বক্স কালভার্ট রোডের অভিযানে একটি রাজনৈতিক দলের আধা-পকা অবৈধ কার্যালয়সহ ৬টি স্থায়ী অবৈধ স্থাপনা এবং ১২/১৩টি অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে কমলাপুর হতে ফকিরাপুল পর্যন্ত বক্স কালভার্ট রোডের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে, আজ দিনব্যাপী অভিযানে সূত্রাপুরে নিশ্চিহ্ন করে ফেলা মাইশা খালের জমি উদ্ধারে অভিযান পরিচালনায় ১০টি অবৈধ স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘ ৮ দশক ধরে সেই জায়গা দখল করে সেসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
আরইউ/এমএমএ/
