বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের জন্য উভয় দেশের সুশীল সমাজ, থিংক ট্যাংক, গবেষক, শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: আদর্শের সম্পর্ক এবং বিবর্তনশীল দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সেশনে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (ভিআইএফ) পরিচালক অরবিন্দ গুপ্ত, ভিআইএফ-এর সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ (বিএফআরএস) এএসএম শামসুল আরেফিন এবং বিসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির।
শাহরিয়ার আলম তার বক্তব্যে বলেন, বছরের পর বছর ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় দেশের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এই বন্ধুত্বকে প্রস্ফুটিত করতে যথেষ্ট অবদান রেখেছে। বাংলাদেশ ও ভারত যখন বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে, তখন সম্পর্কটি এই অনন্য সম্পর্কের প্রশস্ততা ও গভীরতাকে তুলে ধরেছে যা শুধু রক্তে গড়া হয়নি, অনেক সময় পরীক্ষিতও হয়েছে গত ৫০ বছর।
প্রতিমন্ত্রী ৬ ডিসেম্বর ২০২১ তারিখে বিশ্বের ২০টি শহরে মৈত্রী দিবস (বন্ধুত্ব দিবস) পালন, বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর আয়োজন, ডাকটিকিট উন্মোচন, যুদ্ধের বীর সেনাদের সফর বিনিময়ের মতো বছরব্যাপী কর্মসূচির যৌথ উদযাপনে সন্তোষ প্রকাশ করেন। তিনি উভয় দেশের সুশীল সমাজকে দুদেশের সম্পর্কের অর্জনগুলো তুলে ধরতে এবং প্রতিবেশী কূটনীতির জন্য সম্পর্কটিকে 'রোল মডেল' হিসেবে তুলে ধরার জন্য যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, থিঙ্ক ট্যাঙ্ক, শিক্ষাবিদ, সমাজ বিজ্ঞানীদের উচিত গঠনমূলক লেখা ও নিবন্ধের মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপপ্রচার এবং বানোয়াট উদ্দেশ্যমূলক প্রচারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করা।
ভিআইএফ-এর সিনিয়র ফেলো মিসেস শ্রীরাধা দত্ত সম্পাদিত 'ভারত-বাংলাদেশ বোনহোমি অ্যাট ৫০: ১৯৭১ অ্যান্ড দ্য প্রেজেন্ট' বইটি উদ্বোধন করেন প্রধান অতিথি এবং সেমিনারের অন্যান্য বক্তারা।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শাহরিয়ার আলম মানসম্পন্ন গবেষণা ও গভীর গবেষণার জন্য বিখ্যাত নয়াদিল্লিভিত্তিক প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করার সময় তিনি দুই দেশের স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে চিন্তা বিনিময়, যৌথ প্রকাশনার ওপর জোর দেন।
বৈঠকে ভিআইএফ-এর পরিচালক অরবিন্দ গুপ্ত, ভিআইএফ-এর সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ (বিএফআরএস) এর চেয়ারম্যান এ এস এম শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।
আরইউ/
