ঢাকা মেয়র কাপের ফাইনাল ৩১ মার্চ

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ও ক্রিকেটের ফাইনাল ম্যাচ ৩১ মার্চ অনুষ্ঠিত হবে গোলাপবাগ মাঠে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৯ মার্চ) এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আগামী ৩১ মার্চ সকাল ১১টায় গোলাপবাগ মাঠে ২ ও ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেটের ফাইনালে এবং বিকেল ৪টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড ফুটবলের ফাইনালে অংশ নেবে।
এদিকে, মঙ্গলবার (২৯ মার্চ) গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ৯টায় ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ড এবং দুপুর ১টায় ৪ ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ড ৬৫ রানে জয় লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার মারমুখী ৫০ বলে ১২৫ রানের ওপর ভর করে ২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে। জবাবে ৩৩ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রানে থমকে যায়। ২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় আলাউদ্দীন মনা বল হাতেও তুলে নেন ২ উইকেট।
২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ১৫ রানে জয় লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ নম্বর ওয়ার্ড ১৯ ওভার ১ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৬৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়।
১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন মনা এবং ২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
ফুটবলের ফাইনাল খেলার পর এবারকার আয়োজনের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরইউ/এমএমএ/
