বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
মা-বাবার পরে এবার চলে গেল ছেলে সাফিয়ান

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পরে চলে গেল ছেলে সাফিয়ান (৮)।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে সাফিয়ান। এর আগে তার বাবা সাহিদ হাসান ও মা রেখা আক্তার মারা যান। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
গত ২৩ মার্চ ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ ও রেখা আক্তারের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মেয়ে সাফার দগ্ধ হয়েছে ১১ শতাংশ। সে এখনও চিকিৎসাধীন আছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় সাফিয়ান। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তার বোন সাফা এখনও চিকিৎসাধীন। তার শরীরে ১১ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/টিটি
