মঙ্গলবার মিরপুরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট।
বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) আয়োজিত এ কনসার্টে অতিথিদের সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জন্য এ দিন বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশেপাশের এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ডাইভার্শন এলাকা হলো-মিরপুর ১০নং ক্রসিং হতে সনি ক্রসিং পর্যন্ত; টিঅ্যান্ডটি ক্রসিং হতে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের ফিডার রোডসমূহ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টেডিয়ামে গমনাগমন করতে পারেন। গান গাইবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ বৃহৎ কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পুরো অনুষ্ঠান ও কনসার্ট টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। এতে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কেএম/এএস
