পল্টনে পুলিশ-বামজোটের সংঘর্ষে ৫ পুলিশ আহত

বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের শেষ দিকে পুলিশ ও জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানা কর্তৃপক্ষ।
সোমবার (২৮ মার্চ) রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, জোটের নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পল্টন থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জানতে চাইলে মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই জোটের নেতাকর্মীরা যান চলাচলের ব্যাঘাত ঘটায়।
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
জানতে চাইলে পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, হরতাল সমর্থকদের সড়কে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক ও জনশৃঙ্খলা রক্ষার সময় হরতাল সমর্থনকারীরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমি সহ আরও ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হন। আহতরা সবাই রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কেএম/এএস
