সড়ক আটকে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের আন্দোলন

ঈদের দিন ও ঈদের আগে ও পরের দিন পরীক্ষা বন্ধ রাখাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর গুলশান-১ গোলচত্ত্বর এলাকায় আন্দোলন করছেন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ মার্চ) বিকাল ৩ টার পর তারা গুলশান গোলচত্বরে এ আন্দোলন শুরু করে।
আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সামি এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দিন এবং ঈদের পরের দিন আমাদের পরীক্ষা হবে। তাহলে আমাদের ঈদের আনন্দ কি হবে?
শিক্ষার্থীরা দাবি করেন মায়ানমার, শ্রীলঙ্কা ও নেপাল ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাই তাদের পরীক্ষাও স্থগিত করা হোক।
আন্দোলনরত সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী আরিস বলেন, অনলাইনে সব কিছু শেখানো হয় এবং অফলাইনে পরীক্ষা হবে এটা কোনো যুক্তিসংগত কথা না?
সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সালমান ফয়সাল বলেন, ক্লাসের যখন যুমে, পরীক্ষা কেন রুমে? আমরা অনলাইনেই পরীক্ষা দিতে চাই। আমাদের দাবি না মানলে অনেক ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়ে যাবে।
আন্দোলনরত শিক্ষার্থী ডাইয়ান বলেন, পরীক্ষার জন্য আমাদের ভবিষ্যত নষ্ট হতে পারে। আমরা আমাদের পরীক্ষা নিজ স্কুলে দিতে চাই।
আন্দোলনরত শিক্ষার্থী সাদ্দাম বলেন বেশ কয়েক মাস ধরে শারীরিক ক্লাস না করতে পারায় আমাদের শিক্ষার ক্ষতি হয়েছে।
আন্দোলনে শিক্ষার্থীরা যেসকল দাবি জানিয়েছেন সেগুলো হচ্ছে
১) পরীক্ষা বন্ধ করা
২) অনলাইনে পরীক্ষা নেওয়া
৪) নিজ স্কুলে পরীক্ষা কেন্দ্র করা
৫) ঈদের আগে-পরে এবং ঈদের দিন পরীক্ষা বন্ধ রাখা।
৬) ভালো ফলাফল প্রকাশ করার জন্য সিলেবাস ছোট করা।
কেএম/এএস
