স্বাধীনতার ৫১তম বার্ষিকী
নগর জুড়ে উৎসবের আমেজ
দুই বছর পর শনিবার (২৬ মার্চ) দেশব্যাপী উৎসবের সঙ্গে পালিত হল মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫১ বছর। দেশের ৫১তম স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশজুড়েই ছিল একটা উৎসব উৎসব পরিস্থিতি।
এই দিবসকে ঘিরে শনিবার উৎসবের নগরী হয়ে উঠেছিল পুরো ঢাকা। টানা দুই বছর ঘরবন্ধি থাকা মানুষ এদিন বেড়িয়ে এসেছিলেন নগরীর রাস্তায়।
স্বাধীনতা দিবসের বিকালে রাজধানী ঢাকার বিনোদনকেন্দ্রগুলো লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। টানা দুইবছর পর কোন রকম বাধাবিঘ্ন ছাড়াই রাজধানীর নারী-পুরুষ বেরিয়েছিলেন রাস্তায় রাস্তায়। মেতে উঠেছিলেন আনন্দ-উৎসবে।
বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, চন্দ্রিমা উদ্যান, হাতিরঝিল, ধানমন্ডি লেক, আফতাবানগর, পূর্বাচল এলাকা, বসিলার মধু সিটি এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, সামরিক জাদুঘর, আগারগাঁওয়ের বিমান বাহিনী জাদুঘরসহ সর্বত্র ছিল মানুষে ঠাসা। নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ ঘুরে বেরিয়েছেন এসব এলাকায়।
বিকাল থেকে চন্দ্রিমা উদ্যান এলাকায় ছিল হাজার হাজার মানুষের ভিড়। কেউবা আড্ডা মারছেন প্রাণ খুলে। কেউবা প্রিয় মানুষটির হাত ধরে ঘুরছিলেন লেকের পাড় ধরে। সবার মধ্যেই ছিল উচ্ছ্বাস। অনেকদিন পর ঘর থেকে বের হওয়ার একটা অন্যরকম আনন্দ।
একই চিত্র দেখা গেছে, নগরীর অন্যত বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠা হাতিরঝিল এলাকা। পুরো হাতিরঝিল জুড়েই ছিল লোকে লোকারণ্য। অনেকদিন পর ঘর থেকে বের হতে পেরে মানুষ ভিষণ আনন্দিত। অনেক রাত পর্যন্ত হাতিরঝিলে স্থানে স্থানে ছিল আড্ডা।
হাতিরঝিলে কলেজ ছাত্রী নাজনীন বলছিলেন, ভীষণ ভালো লাগছে। কত দিন পর আজ একটু প্রাণভরে শ্বাস নিচ্ছি। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে এতদিন ঘর থেকেই বের হতে পারিনি।
মো. মুমিন বলছিলেন, দুই বছর একটা দম বন্ধ অবস্থা ছিল। সেই যে ২০২০ সালে উৎসব বন্ধ হয়েছিল সেটি আজ আবার ফিরে এসেছে স্বাধীনতা দিবসের দিনে। সত্যিই খুব লাগছে।
বাবুল হোসেন ও অনীকা দম্পতি বলছিলেন, স্বাধীনতা দিবসে আজ সবকিছু উৎসবমুখর। সকাল থেকেই একটা উৎসব উৎসব ভাব। বিকালে হাতিরঝিলে বের হয়ে সেটা টের পেলাম। মানুষ আর মানুষ। সবার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস।
ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর এলাকায় ছিল মানুষের উপস্থিতি। টিএসসি এলাকাও বিকাল থেকেই নানান বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে ছিল মুখরিত।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ এলাকায় বিকাল থেকেই ছিল উচ্ছ্বসিত মানুষের ভিড়। তার উপর স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘জয় বাংলার জয়োৎসব’ এর সমাপনী অনুষ্ঠানের শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল অনুষ্ঠান। অনেক রাত পর্যন্ত চলে গান-বাজনা, নৃত্যসহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এনএইচবি/এমএমএ/