প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ সাদেক খান মারা গেছেন

রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ সাদেক খান মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাদেক খানের (৬৫) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ হোসেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সাদেক খানের বাড়ি নেত্রকোনা কেন্দুয়া উপজেলার চিটোনোপাড়ায়।
এর আগে, গতকাল শুক্রবার (২৫ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ি মোড় এলাকার ৫৩৫ নম্বর বাড়ির নিচতলায় প্লাস্টিকের দোকানে আগুনের ঘটনা ঘটে। সাদেক খান আগুন নিভাতে গিয়ে দগ্ধ হন।
আনন্দ হোসেন জানান, তারা ওই বাড়ির চারতলায় ভাড়া থাকেন। বাসার পাশেই পান বিড়ির দোকান তার বাবার। পাশাপাশি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন। কিভাবে তার শরীরে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানেন না তিনি।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সাদেক খানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেএম/কেএফ/
