রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের কাছে স্বদেশ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফারুক মিয়া (৫৬) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
শুক্রবার (২৫ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহাসিন বলেন, সকাল আনুমানিক পৌণে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ফারুক মিয়া বাস ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যান। বাসটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের বাসা হাজারীবাগের গনক টোলি এলাকায়।
টিটি/
