শাহজাহানপুর রেলগেটে গুলিবিদ্ধ হন প্রীতি

রিকশায় বাসায় যাওয়ার পথে শাহজাহানপুর রেলগেট এলাকায় এসে গুলিবিদ্ধ হন বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আরেফিন প্রীতি।
শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রীতির বান্ধবী সুমাইয়া এ তথ্য জানান।
সুমাইয়া বলেন, ‘প্রীতি শান্তিবাগ মগা হাজীর গলিতে থাকতেন। আমার বাসা তিলপা পাড়া। আমরা দুই বান্ধবী রাতে ঘুরতে বের হই। পরে প্রীতি রিকশা করে বাসার উদ্দেশে রওনা হয়। শাহজাহানপুরে রেলগেট এলাকায় কোথাই থেকে একটি গুলি এসে তার শরীরে লাগে।’
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু নিহত হয়েছেন। ওই সময় গুলিবিদ্ধ হন সামিয়া আরেফিন প্রীতিও। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএন
