রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আকাশ রায় (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু পঙ্কজ জানান, আকাশ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ভবনের চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে ছাদ থেকে লাফিয়ে পড়েছে তা জানতে পারেননি তারা। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন।
আকাশের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চরতা গ্রামে। তার বাবার নাম রতন রায়। তিনি শুক্রাবাদে ৮/এ নম্বর বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএন
