বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৩ মার্চ) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, মেয়ে সাফা ও ছেলে সাফিয়ান।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, তিনতলা বিশিষ্ট বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। আর দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সাহিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, চলতি মাসে ঢাকা ও ঢাকার বাইরে থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচটি ঘটনায় ১৯ জন দগ্ধ হয়ে এ হাসপাতালে আসেন। পরে চিকিৎসাধীন অবস্হায় ১১ জন মারা গেছেন।
তিনি বলেন, একে পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ঘটনা ঘটছে। এসব সিলিন্ডার আদৌ কী সঠিকভাবে তৈরি করা হচ্ছে। গ্যাস ভরার আগে সিলিন্ডার ভালো ভাবে পরীক্ষা করা দরকার। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার কারণে যেমন তেমন করে সিলিন্ডার তৈরি করে। এ কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সর্তক থাকতে হবে। এ ভাবে একে পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং মানুষ হতাহত হচ্ছে।
কেএম/এএইচ/এসএন