৩ দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, বেড়েছে যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার (২২ মার্চ) ১২টা ১০ মিনিটের দিকে নীলক্ষেত সড়ক অবরোধ করে তারা।
কর্মসূচিতে ঢাবির অধিভুক্ত সাত কলেজের স্নাতক (১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা) সেশনের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বদরুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শাকিব বলেন, সাত কলেজ আমাদের শিক্ষা জীবনের অনেক ক্ষতি করছে।
আন্দোলনরত শিক্ষার্থী মাছুমা আক্তার মুন বলেন, করোনার জন্য আমরা দীর্ঘ সেশনজটে পড়েছি। চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় দিয়ে ফলাফলে বিপর্যয় ঘটেছে।
ইডেন কলেজের শিক্ষার্থী লাইজু বলেন, এখন আমাদের পরবর্তী বর্ষে প্রমোশন না দিলে পড়াশোনা বাদ দেওয়া ছাড়া উপায় নেই।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ টনি কাজী বলেন, ৪ ঘণ্টার পরীক্ষা আমরা দুই ঘণ্টায় দিয়েছি। প্রশ্নের উত্তর জানা থাকলেও সময়ের অভাবে আমরা উত্তর দিতে পারিনি। ফলে গণহারে ফেল আসছে।
সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাগর নেওয়াজ বলেন, আমরা করোনাকালে মাত্র দুই মাস ক্লাস করার সময় পেয়েছি।
জানতে চাইলে নিউমার্কেট থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, এখনও আন্দোলন চলছে। আশপাশের রাস্তা বন্ধ রয়েছে। আমরা নিরাপত্তার স্বার্থে কাজ করছি।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ হলো-
১) করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য় ও ৩য় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
২) দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে, ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে এবং ২০ নম্বর ইনকোর্স এর মাধ্যমে যোগ করতে হবে।
৩) গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।
কেএম/টিটি
