নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিভিন্ন দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার (২২ মার্চ) ১২টা ১০ মিনিটের দিকে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে এ অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এ অবস্থান কর্মসূচিতে ৩ দফা দাবি কার্যকরের জন্য বলা হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখবে বলে জানিয়েছেন।
এ অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনের আন্দোলনে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।
জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম.কাইয়ুম বলেন, বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ আগে থেকে তারা নীলক্ষেত সড়ক অবরোধ করেছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো বিঘ্ন না হয় সেজন্য নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তার স্বার্থে কাজ করছে।
কেএম/টিটি
