মেয়র’স কাপ ভলিবল টুর্নামেন্টে শুরু

রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধন করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (২১ মার্চ) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে, আর সোনার মানুষ গড়তে ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
এ সময় মেয়র আরও বলেন, এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে।
মেয়র রাজউক এবং ডেভেলপার কোম্পানিকে উদ্দেশ্য করে বলেন, ‘নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসাবে বরাদ্দ না দেয়া হয়।’
মোট ২৪টি মাঠ উদ্ধার করা হয়েছে যেগুলো আগে অবৈধ দখলে ছিল উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সেগুলোর মধ্যে ৪টি মাঠ ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকি মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হবে।
ভবিষ্যতে ডিএনসিসির বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে বলে জানান মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির কাউন্সিলরগণসহ অন্যান্য কর্মকর্তারা।
আরইউ/এমএমএ/
