ডিএসসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মতিঝিল শাপলা চত্বর, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে, সায়েদাবাদ জনপদ রোড মোড়ে এবং দয়াগঞ্জের জেলেপাড়া এলাকার শহীদ ফারুক রোডের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রবিবার (২০ মার্চ) দুপুর হতে বিকাল অবধি সেসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
অভিযানে মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক লি: এর পাশে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিসহ এর অভ্যন্তরে অবৈধভাবে স্থাপিত একটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে দক্ষিণ সিটির যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে স্থাপিত লাল-সবুজ পরিবহনের একটি কাউন্টার, সায়েদাবাদ জনপদ রোড মোড়ের ফুটপাত হতে ৫টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা-দোকান ও ১টি অবৈধ পঞ্চায়েত ঘর এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকায় শহীদ ফারুক রোডের উভয় পাশের ফুটপাত হতে ১৫টি অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সায়েদাবাদ জনপদ রোড মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারায় উক্ত মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ফুটপাত দখল করে মানুষের চলাফেরায় বাধাদান এবং রাস্তার শৃঙ্খলা ব্যাহত করায় আজ ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ কাউন্টারসহ প্রায় ২২টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।
আরইউ/কেএফ/