বকেয়া বেতনের দাবিতে রেডিও টুডের সাংবাদিকদের মানববন্ধন

অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন ভাতাসহ সকল ন্যয্য পাওনা পরিশোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেডিও টুডে এফএম ৮৯.৬ এর নিপিড়ীত কর্মীরা। বকেয়া পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি, প্রয়োজনে প্রতিষ্ঠানের মূল গেটে তালা বদ্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধনে।
রবিবার (২০ মার্চ) ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবী আদায়ে গঠিত ক্ষতিপুরন আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন তপু, সাবেক সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, করোনা মহামারির মধ্যে এমনিতেই মানবেতর জীবন যাপন করছে সাংবাদিকরা। এভাবে মাসের পর মাস বেতন বকেয়া রেখে ভুক্তভোগী পরিবারগুলোকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ যদি বকেয়া পরিশোধ না করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বক্তারা।
তারা অবিলম্বে কর্মীদের দাবি মেনে নিতে রেডিও টুডে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মানববন্ধনে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের দুঃখ কষ্ট ও ক্ষোভের কথা তুলে ধরেন এবং অবিলম্বে তাদের বকেয়া বেতন ভাতাসহ সকল ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।
এসএম/কেএফ/
