ঢামেক হাসপাতালে আবারও আগুন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় কাগজ ও তুলার ব্যান্ডেজের স্তুপে আগুন লাগে। হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। চলতি মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিক্যালের কর্তব্যরত ওয়ার্ড মাস্টার আবুল হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন। রোগীর স্বজনরা সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেন। সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীরা আগুন নেভানোর সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগী ও স্বজনদেরকে সর্তক করা হবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় ময়লার স্তূপ থেকে আগুন লাগে। পরে মেডিক্যালের পরিচ্ছন্নতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগেও আরো তিন বার হাসপাতালের বার্ণ ইউনিট ও মেডিক্যাল-২ এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি বলেন, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারনে এ ঘটনাগুলো ঘটছে।
এএইচ/কেএফ/
