মুসলিম ঐক্যের প্রয়োজন: সাঈদ খোকন
বর্তমান প্রেক্ষাপটে মুসলিম ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি মুসলিমদের ঐক্যের প্রয়োজন।’
দুদিন ব্যাপি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদের উদ্যোগে দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেম সমাজের ঐক্যের অপরিহার্যতা শীর্ষক ওলামা সমাবেশের সমাপনী দিন শনিবার (১৯ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের অন্যতম উপদেষ্টা আলহাজ্জ মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। ইতিমধ্যে বেশকিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন। পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমাদের অবস্থান ভালো; কিন্তু সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেম সমাজের। আলেম সমাজ জনগণের মাঝে উন্নয়নের বিষয় প্রচার করলই জনগণ বুঝবে সরকারের উন্নয়নের কথা। বিচারকদের মধ্যেও আলেম সমাজকে কাজ করতে হবে। কেননা সব বিচারকই নীতিবান নয়।’
তিনি আরও বলেন, ‘কুরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেম সমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই। ১০ লক্ষ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরীফের ইমামকে আনার উদ্যোগ আমরা নিব ইনশাআল্লাহ।’
সাঈদ খোকন বলেন, ‘সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তুলা সম্ভব একমাত্র ইসলামী অর্থনীতির মাধ্যমে।’ তিনি সকলের সহযোগিতায় দারিদ্র এবং আলেম সমাজের কল্যাণের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগের কথাও বলেন।
উক্ত সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের তথ্য প্রযুক্তি ও পরিসংখ্যান বিষয়ক সেক্রেটারী আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের হাদীসের সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা সাবেক আইজিপি মোহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, ড. আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ গযনফর, সেক্রেটারী জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের আলেম ওলামাগণ।
এসএম/এসএ/