পবিত্র শবে বরাতে কবর জিয়ারত, আজিমপুর কবরস্থানে স্বজনদের ঢল
দেশজুড়ে ইসলাম ধর্মের পবিত্র উৎসব শবে বরাত যথানিয়মে পালিত হচ্ছে। এ রজনীতে নানা রকমের ইবাদত-বন্দেগির পাশাপাশি স্বজনদের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে ঢল নেমেছে সাধারণ মানুষের।
কবরের পাশে কেউ হাত তুলে মুনাজাত করছেন, কেউ পাঠ করছেন দুরুদ, আবার কেউ তেলাওয়াত করছেন পবিত্র কোরআন। তাদের মৃত স্বজনদের মাগফিরাতের জন্য।
কবরস্থানে আগতরা জানান, শবে বরাতের বিশেষ সময়কে কেন্দ্র করে প্রিয়জনের মাগফিরাত কামনা করতে এসেছেন তারা।
বাবার কবর জিয়ারত করতে আসা মেহেদী হাসান বলেন, আমি প্রায় প্রতি শুক্রবারই বাবার কবরে দোয়া করতে আসি। আজ শবে বরাত উপলক্ষে দিনের বেলা না এসে রাতে এসেছি।
লালবাগ থেকে মায়ের কবর জিয়ারত করতে সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন মো. হাসান। তিনি বলেন, আমরা মাঝে-মধ্যেই এখানে আসি কবর জিয়ারত করতে। তবে আজ তো একটি বিশেষ দিন তাই ছেলেদের নিয়ে এসেছি।
কবরস্থানের ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, শবে বরাতকে কেন্দ্র করে আজিমপুর কবরস্থানে দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত অসংখ্য মানুষের সমাগম হয়।
তিনি বলেন, এইদিন দুপুর থেকেই মানুষের আনাগোনা শুরু হয় এবং পরদিন দুপুর পর্যন্ত থাকে। মূলত রাত ১১টা থেকে ফজর পর্যন্ত মানুষের চাপ বেশি থাকে।
করোনার কারণে গত দুই বছর কবরস্থানের কাউকে জনসমাগম করতে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন, সরকারের বিধিনিষেধ থাকায় গত দুই বছর এমন জনসমাগম করতে দেওয়া হয়নি।
দেখা যায়, এ বছর যেহেতু বিধিনিষেধ নেই, তাই কবরস্থানে মানুষের ঢল নেমেছে। কবরস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা ডিউটি করছেন। এ ছাড়া তিনটি গেটে অতিরিক্ত পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
ডিউটিরত পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, শান্তিপূর্ণভাবে মুসলমানদের এ উৎসব চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
কেএম/টিটি