ঢাকার নদীর পানি এক বছরের মধ্যে বিশুদ্ধ দেখতে চায় কমিশন

ঢাকার নদীর পানি এক বছরের মধ্যে বিশুদ্ধ দেখতে চান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন। এটা কার্যকর না হলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন।
আজ বুধবার (১৬ মার্চ) কল্যাণপুর খাল পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন ড. মনজুর আহমেদ চৌধুরী।
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আগামীকাল জাতির পিতার জন্মদিন উদযাপন করবে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার কথা বলি; কিন্তু নদীর পানি দূষিত রেখে সোনার বাংলা প্রতিষ্ঠা কি সম্ভব? আগামী ১৭ মার্চের মধ্যে ঢাকা ও আশপাশের নদীর পানি বিশুদ্ধ দেখতে চাই। না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ জন্য তিনি ঢাকার দুই সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানান।
এপি/এসএ/
