দুলাভাইয়ের ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ ২ শিশু
রাজধানীর আদাবরের শনিরবিল হাউজিংয়ের প্রেম গলিতে দুই শিশুকে হত্যার উদ্দেশে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুলাভাই আলাউদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে দগ্ধ মিতু (৮) ও বাপ্পিকে (৫) উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আদাবর থেকে দগ্ধ অবস্থায় শিশুদেরকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে এবং তার ছোট ভাই বাপ্পির শরীরের আট শতাংশ পুড়ে গেছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক।’
বাড়ির মালিক আব্দুল মালেক জানান, ‘আমি বাইরে ছিলাম, খবর পেয়ে বাসায় গিয়ে দগ্ধ অবস্থায় দুই শিশুকে দেখতে পাই। পরে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাদের নিয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসকরা তাদের চিকিৎসাধীন রেখেছে। মিতুর অবস্থা ভালো নয়।’
তিনি বলেন, ‘দগ্ধ শিশু বাপ্পি আমাকে জানায়, তার দুলাভাই আলাউদ্দিন দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসে। আমি জানতে পেরেছি দগ্ধ মিতু ও বাপ্পি তাদের বোন মৌয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার বাবা-মা গ্রামের বাড়ি থাকেন বলে জানতে পেরেছি।’
তবে কী কারণে তাদের দুলাভাই আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে কোনো কিছু জানা জানা যায়নি।
তিনি আরও বলেন, ‘ওই শিশুদের বোন বাসা বাড়িতে কাজ করেন। আর তার স্বামী আলাউদ্দিন রিকশাচালক। ঘটনার সময় শিশুদের বোন মৌ বাসায় ছিলেন না।’
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিনুজ্জামান বলেন, ‘দুই শিশু দগ্ধ হওয়ার খবর পেয়েছি। আমরা শুনেছি শিশুদের দুলাভাই তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।’
এএইচ/এমএমএ/