রোমানিয়াকে বেশি সংখ্যক কর্মী নিতে আহ্বান মেয়রের

বাংলাদেশ থেকে বেশি সংখ্যক দক্ষ মানবসম্পদ নিতে এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা আরও সম্প্রসারিত করতে দূতাবাস স্থাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি মেয়র এ আহ্বান জানান।
নির্মাণ শিল্পে বাংলাদেশে প্রচুর দক্ষ মানবসম্পদ সম্পদ রয়েছে এবং রোমানিয়া তাদের অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশ থেকে এ খাতের দক্ষ মানবসম্পদ নিতে পারে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানাবিধ সুবিধা দিচ্ছে। এই সুযোগ গ্রহণ করে রোমানিয়ার বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন।
কোনো ধরনের রাজস্ব ও শুল্ক না বাড়িয়ে ডিএসসিসি চলতি অর্থবছরে প্রায় ৯০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জানিয়ে শেখ তাপস বলেন, এ ছাড়া ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমে সহায়তা দেওয়ার লক্ষ্যে দক্ষিণ সিটি করপোরেশন ডিসিসিআইতে একটি ‘হেল্প ডেস্ক’ স্থাপন করবে।
হেল্প ডেস্ক কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সফররত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা দু’দেশের অথনৈতিক কর্মকাণ্ডে বেশ সামঞ্জস্যতা রয়েছে উল্লেখ করে বলেন, দেশ দুটোর বেসরকারিখাতের প্রতিনিধিদের যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে বাণিজ্য প্রতিনিধি পাঠানো যেতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের উৎপাদিত পণ্য বর্হিবিশ্বে রপ্তানি সম্প্রসারণের বিষয়টি এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই রোমানিয়ার মত ইউরোপের অন্যান্য দেশে পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সাবেক সভাপতি বেনজীর আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডি) সদস্য (যুগ্ম সচিব) মো. নূরুল আমিন এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি মানসুর আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
আরইউ/এমএমএ/
