রাজধানীতে অটোরিকশার ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানার এলিফেন্ট রোড স্টাফ কোয়ার্টারের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছামিনুর কারী (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সিএনজিচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) ভোরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান বলেন, শনিবার (১২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে সিএনজির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে রিকশাচালক ছামিনুর গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, আমরা সিএনজিচালককে আটক ও সিএনজিটি জব্দ করেছি। নিহত রিকশাচালকের বাসা কামরাঙ্গীরচরের বাগানবাড়ি এলাকার তিন নম্বর গলিতে। তার বাবার নাম মোহাম্মদ সোনাহার।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরএ/
