প্রতিবন্ধীদের কাছে চাঁদা চায় কিশোর গ্যাংয়ের সদস্যরা
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবি এলাকায় প্রতিবন্ধীদের কাছ থেকে চাঁদা আদায় করতে চাওয়ার অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
রবিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীরা জড়ো হয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
এসময় আল মাহমুদ হোসাইন নামে একজন অভিযোগ করে বলেন, 'চাঁদা না দিলে আমাদের মারধর করা হয়।'
তিনি অভিযোগ করে আরও বলেন, আমরা সবাই রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার প্রতিবন্ধী। রাস্তায় রাস্তায় থাকি। মানুষের সহায়তায় চলি। এই এলাকার কিশোর গ্যাং আমাদের কাছে চাঁদা চায়।
প্রতিবন্ধী রওশন বলেন, 'আমরা চাঁদা না দেওয়ার কারণে প্রায়ই আমাদের মারধর করে, টাকা ছিনতাই করে নিয়ে নেয়।'
প্রতিবন্ধী মোশাররফ হোসেন বলেন, 'আমরা চলতে পারছি না। আমরা এর পরিত্রাণ চাই।'
আল মাহমুদ নামে একজন বলেন, আমি বুদ্ধিজীবী এলাকার ১নং গেটে থাকি। ছয়-সাত মাস আগে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আমরা সবাই এই কিশোর গ্যাংয়ের বিচার ও শাস্তি দাবি করছি।
কেএম/টিটি