রাজধানীতে মাদকসহ আটকের পর ছেড়ে দেয় এসআই
রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পের ৭নং লাইন এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ তাজ নামে এক ব্যক্তিকে আটক করার পর অবৈধ লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদের বিরুদ্ধে।
সোমবার (৭ মার্চ) রাতে মিল্লাত ক্যাম্প এলাকা থেকে তাজকে আটক করে পল্লবী থানার এসআই আজাদ।
আটকের পর পরই এসআই আজাদকে সাংবাদিক পরিচয়ে কল দিলে তিনি স্বীকার করেন তাজকে আটক করা হয়েছে।
এ সময় তিনি জানান, এখন থানায় নিচ্ছি। থানায় নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
পরবর্তীতে পল্লবী থানার পুলিশের সঙ্গে অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার দায়িত্বে থাকা কালা পাপপুসহ কয়েকজন গিয়ে বড় অংকের অর্থের বিনিময়ে তাজকে ছাড়িয়ে নেয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসীদের দাবি, পুলিশ রাসেল নামে তাজের সঙ্গে কাজ করা এক ব্যক্তিকে দিয়ে ১০০ পুরিয়া হেরোইনের অর্ডার দেয়। পরবর্তীতে রাসেলের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ তাজকে আটক করে।
তাজকে ছেড়ে দেওয়ার পর এসআই আজাদকে আবার ফোন দিলে তিনি বলেন, ওসি সাহেবের নির্দেশে তাকে ছাড়া হয়েছে। সব কিছু তিনি জানেন।
এএইচ/এমএমএ/