আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়টিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর চবি চারুকলা ইন্সটিটিউটের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ সময় উপাচার্য বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি সততার সাথে কাজ করার জন্য। আমাদের নিয়োগ বোর্ড সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করে আসছে। এ ক্ষেত্রে অর্থ লেনদেনের কোনো সুযোগ আমি রাখিনি।’
তিনি আরও বলেন, ‘শুধু একজন ব্যক্তিই সুকৌশলে নিয়োগ প্রার্থীদের ফোন করে তা রেকর্ড করেন, যা সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত। এটি এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র।’
সংবাদ সম্মেলনে ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা জড়িতদের চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ইতোমধ্যে হাটহাজারী থানায় এ বিষয়ে একটি জিডিও করেছি। পুলিশের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আরও অনেকে।
এমএসপি