বশেমুরবিপ্রবির ক্লাস-পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সব ক্লাস-পরীক্ষা আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া যদি কোনো বিভাগ পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে পরিস্থিতি সাপেক্ষে আগামী রবিবার (৬ মার্চ) থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহাবুব বলেছিলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”
উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের সরাসরি ভিডিও কনফারেন্স আয়োজনের চেষ্টা করা হচ্ছে।”
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে মেসে ফেরার পথে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হন অর্ধশতাধিক। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমএসপি