সংবাদ সম্মেলন করলেন আন্দোলনকারীরা
আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে মেধাবী ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের প্রতিবাদের টানা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে আয়োজিত এই বহুল প্রতিক্ষিত সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে আলাপে ও বাংলাদেশের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের শান্তিপূর্ণ কার্যক্রমে তারা তাদের বন্ধু, স্বজন, বান্ধবী ও বোনকে গণধর্ষণের প্রতিবাদ করেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবী করেছেন আবারও।
আন্দোলনকারী ছাত্র, ছাত্রীরা এই সময় আন্দোলন ও প্রতিবাদে জড়িত সকল ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছেন।
তাদের দাবীতে আরো ছিল প্রথমদিন আন্দোলনে অংশ নেওয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুবকে আক্রমণ করে আহত করার ঘটনার সন্ত্রাসীদের গ্রেফতার, অন্য শিক্ষকদের হামলায় জড়িতদের শাস্তি ও সাধারণ ছাত্র, ছাত্রীকে লাঠি দিয়ে মারধর এবং ইট মেরে আহত করার অপরাধীদের গ্রেফতার।
ওএস।