প্রধানমন্ত্রীকে হাত বাড়াতে অনুরোধ করলেন গণধর্ষণের শিকার ছাত্রীর স্বজনেরা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একজন নারী ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের বিচার ও আন্দোলনে তুঙ্গে ওঠা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও অধ্যাপকদের ওপর সন্ত্রাসীদের হামলার পর সামগ্রিক পরিস্থিতিতে এই আসনের এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র, ছাত্রীরা শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তারা তাদের বিশ্ববিদ্যালয়ে একটি প্রাতবাদী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বেলা চারটায়। তাদে তারা শেখ হাসিনার কাছে এই আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীকে তিনটি দাবী পেশ করেছেন-১.দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার ও তাদের নাম প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ২. ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও ভিসি স্যারের ওপর ন্যাক্কারজনক হামলার হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে ৩. হামলাটির ঘটনায় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অবস্থান সম্পর্কে সরাসরি ভিডিও কনফারেন্স করে অবগত করতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলের শতভাগ জীবনের নিরাপত্তা প্রদান করতে হবে।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি, বুধবার ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ছেলেবন্ধুর সঙ্গে যাবার সময় তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে গোপালগঞ্জ সদর থানা ও পরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
ওএস।