ভিসি অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবকে হামলা করেছে সন্ত্রাসীরা
গতকাল রাত সাড়ে নয়টায় তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের বিচারের দাবীতে সঙ্গে, সঙ্গে প্রক্টরকে বাদী হয়ে মামলা দায়েরের জন্য বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব। সারা রাত প্রক্টর স্যার তার আদেশে গোপালগঞ্জ সদর থানায় বসে ছিলেন।
আজ ভোর ছয়টা থেকে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ছাত্র, ছাত্রী ও অধ্যাপকদের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে শান্তিপূণভাবে চরম অপরাধের প্রতিবাদ জানানো এবং ব্যানার, রোড পেইনটিংসে অংশ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায স্যার।
একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা করেছে তাদের শান্তিপূণ প্রতিবাদে। এই সময় ভিসি স্যার অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবকে পায়ে ইট মেরে আহত করেছে তারা।
ছাত্র, ছাত্রী ও অধ্যাপকরা তাকে সরিয়ে নিয়ে গিয়েছেন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে। তিনি নিরাপদে আছেন। তবে এখনো সেখানে পুলিশ আসেনি।
এই হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে একত্র হয়ে আবার ঢাকা-খুলনা মহাসড়কের দিকে যেতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র, ছাত্রীরা।
ওএস/