শিক্ষক, ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেছে সন্ত্রাসী বাহিনী
ফিচার ডেস্ক
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার, সুষ্ঠু বিচারের দাবীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান এবং প্রতিবাদ জানানো বিশ্ববিদ্যালয়টির ছাত্র, ছাত্রী ও অধ্যাপকদের ওপর হামলা করেছে একদল অস্ত্রধারী সস্ত্রাসী।
ঢাকা প্রকাশের গোপালগঞ্জের এই বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, হামলাকারীরা সন্ত্রাসী শ্রেণীর, তারা প্রায় শখানেক লাঠি, সোটা নিয়ে হঠাৎ করে মহাসড়কে বসে থাকা, অপরাধীদের গ্রেফতারের দাবীতে শ্লোগান ও প্রতিবাদ জানানো শান্তিপূর্ণভবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা চালায়।
তারা এই সময় মুখে বলছিল, ‘এখান থেকে সরে যেতে সরে যেতে হবে।’
অপরাধীরা শান্তিপূণভাবে আন্দোলন করে যাওয়া ছাত্রীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলে পড়েছে ও তাদের ইট পাটকেল নিক্ষেপ করে আহত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে শিক্ষকরা এই আন্দোলনে শরিক হয়েছেন।
এই সন্ত্রাসী বাহিনীর ইট পাটকেল ও লাঠি, সোটার আঘাতে শিক্ষকরা আহত হয়েছেন। তাদেরকে আহতাবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন ছাত্র, ছাত্রীরা।
ঢাকা প্রকাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুর আহসান ইমন তাদের লাঠির বাড়িতে আহত হয়েছেন। তার পায়ে বাড়ি দিয়েছে সন্ত্রাসীরা। তারা এখান থেকে তাকেও চলে যেতে হুমকি দিয়েছে। আহত হয়ে তিনি সরে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসেছেন।
ওএস/