কেন গণধর্ষণ ও অন্যান্য অপরাধগুলো হয় জানিয়েছে শিক্ষক সমিতি
লেখা ও ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের বিশ্ববিদ্যালয়ের একটি নিরপরাধ ও অসহায় মেয়েকে রাত সাড়ে নয়টার দিকে চলাফেরার সময় হঠাৎ আক্রমণ করে তুলে নিয়ে যাওয়া এবং সন্ত্রাসী, খারাপ লোকদের গণধর্ষণের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি তাদের প্রতিবাদে এমন অবস্থা ও কারণ কেন হয় সেটিও উল্লেখ করেছে-‘পারিবারিক সুশিক্ষা নৈতিক মূল্যবোধের অভাব, সামাজিক অবক্ষয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য ও প্রায়শই সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণ মারাত্মক একটি ব্যাধিতে পরিণত হয়েছে।’
মানুষের করণীয় উল্লেখ করেছেন তারা-‘এখনই এসব অপরাধের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে। নতুবা অধিকতর সামাজিক মহামারি আকার ধারণ করবে এটি।’
উল্লেখ্য , ২৩ ফেব্রুয়ারি, ২০২২, বুধবার, রাত প্রায় সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার ছেলে বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ স্থানের হেলি প্যাডের সামনে হেঁটে আসছিলেন। রাস্তার ওপর থেকে একটি ইজিবাইকে তাদের জোর করে তুলে নেওয়া হয়। ৭ থেকে ৮ জন সন্ত্রাসী মিলে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে জোর করে নিয়ে যায়। ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণ করে।
ওএস/