কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীরা রাজপথে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সহপাঠী ছাত্রীকে রাতের বেলায় গোপালগঞ্জ সদরেই গণধর্ষণের অপরাধের বিচারের দাবীতে ক্লাস ও সব ধরণের পরীক্ষাগুলো বর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা। ফলে বশেমরবিপ্রবিতে কোনো ক্লাস কোথাও হচ্ছে না। বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি অচল হয়ে গিয়েছে।
লেখাপড়া ছেড়ে রাজপথে আন্দোলনে নামা বিশ্ববিদ্যালয়ের শত, শত ছাত্র, ছাত্রীর একমাত্র দাবী, তারা তাদের সহপাঠীনিকে গণধর্ষণের অপরাধের দ্রুত ও সত্যিকারের বিচার চান। এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে আর কোনো দিন বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রীকে ধর্ষণের অপরাধের ঘটনা না ঘটে।
আন্দোলনকারীদের একজন ইতিহাসের ছাত্র আবদুল্লাহ অন্যতম আন্দোলনকারী ঢাকাপ্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুল আহসান ইমনকে বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি একটি পরিবার। আমরা সবাই বন্ধু, ভাই, বোন। আমার একজন বোনের সঙ্গে ঘটনা এই অপরাধের বিচার চাই। আমরা দ্রুত বিচারের দাবী জানাই।’
আন্দোলনকারীদের একজন বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
রাশেদ নামের আরেকজন আন্দোলনকারী বলেছেন, ‘আমার একজন বোনের সঙ্গে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনা কখনো মেনে নেবার নয়। ফলে বিচারের দাবীতে আমরা পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষকরা একত্র হয়েছি। আমাদের অপরাধের বিচার না হলে, অধিকার আদায় না হলে রাজপথ ছাড়বো না। ক্লাসে ফিরবো না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান নিজে গণধর্ষণের শিকার ছাত্রীর সঙ্গে কথা বলেছেন ও তিনিই বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা করেছেন।
ওএস।