ধর্ষণের বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করেছেন ‘বশেমরবিপ্রবি’র ছাত্র, ছাত্রীরা

লেখা ও ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে স্থানীয় বখাটেদের গণধর্ষণের অপরাধে অপরাধীদের গ্রেফতারের দাবী ও সুষ্ঠু বিচারের দাবীতে আজ বুধবার, ২৪ ফেব্রুয়ারি ভোর ছয়টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কটি অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র, ছাত্রীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় বিক্ষুদ্ধ শত, শত ছাত্র, ছাত্রী মহাসড়কটি অবরোধ করে রেখেছেন।
তাদের মধ্যে সাধারণ ছাত্র আছেন, ছাত্রীরা রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশী ছাত্র, ছাত্রীরা আছেন।
আজ ভোর ছয়টা থেকে আর কোনো ভারী ও হালকা যানবাহন ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে চলাচল করতে পারছে না।
ওএস।
