রুয়েট গভীর শ্রদ্ধায় একুশের শহিদদের স্মরণ করল
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের আত্মদানের স্মরণে প্রতি বছর পালিত হওয়া ‘ভাষা আন্দোলনের শহিদ দিবস' পালিত হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
একুশের প্রথম প্রহরে রাজশাহী সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি (রুয়েট) শহীদ মিনারে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সেখ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ও ব্যক্তিগতভাবে স্মৃতিমাল্য অর্পণ করেছেন।
এছাড়াও রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্টার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক তাদের কার্যালয় ও বিভাগের পক্ষে একুশের ভাষা শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।
রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সজল কুমার দাস বিভাগের হয়ে শহিদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেছেন। তার সঙ্গে বিভাগের অধ্যাপক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্ররা উপস্থিত ছিলেন। তারাও গভীর শ্রদ্ধার সঙ্গে একুশের ভাষা শহিদদের স্মরণ করেছেন।
ছাত্রদের নিয়ে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সমিতির পক্ষে সভাপতি হিসেবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন অধ্যাপক ড. সজল কুমার দাস।
ছবি : অধ্যাপক ড. সজল কুমার দাসের সৌজন্যে।
ওএস/